উন্নয়ন বনাম গণতন্ত্র-লী থিসিসের বিশ্লেষণ
গণতন্ত্রকে বলা হয় সবচেয়ে গ্রহণযোগ্য শাসনব্যবস্থা। জনগণের নাগরিক অধিকার রক্ষিত হয় বলে এ ব্যবস্থা সবার আদরণীয়। আর এই গণতন্ত্রের দাবিতে দেশে দেশে কত মানুষ যে প্রাণদান করেছে তার লেখাজোকা নেই। প্রফেসর আর জে রামেল অবশ্য গবেষণা করে বের করেছেন,সরকারের হাতে গত শতাব্দীতে সারা বিশ্বে ছাব্বিশ কোটি বিশ লাখ মানুষ মারা গেছেন;আর একনায়কতন্ত্র বা একদলীয় শাসনব্যবস্থার বিরুদ্ধেই যে মানুষ উঠে দাড়ায়,তা কে না জানে! ( সংখ্যাটা কতটা ভয়াবহ,তা বোঝার জন্য বলে রাখি, গত শতাব্দীতে সব যুদ্ধ মিলিয়ে মানুষ মরেছে সাড়ে দশ কোটি,সরকার যুদ্ধের চেয়ে মানুষ মেরেছে দ্বিগুণ।) সাধে কি আর গণতন্ত্র চায় লোকে! লোকে তো উন্নয়নও চায়,বরং উন্নয়নের দরকার আরো বেশি। পেটেভাতে থাকতে পারলে দেশ কোন গোল্লায় যাবে,কারো চিন্তা হওয়ার কথা নয়। স্বৈরাচারী বা একনায়কদের খুবই প্রিয় একটা লাইন-কম গণতন্ত্র,বেশি উন্নয়ন। অর্থনীতির ভাষায়,উন্নয়ন গণতন্ত্রের সাবস্টিটিউট গুড। মৌলিক অধিকার,রাজনৈতিক স্বাধীনতা,সামাজিক নিরাপত্তা হরণ করে অবকাঠামোগত উন্নয়ন করাকে সমর্থন করেন অনেকে। খাতাকলমে এর নাম “লী থিসিস” , সিঙ্গাপুরের একনায়ক...